Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকাণ্ড

আইসিটি প্রশিক্ষণ

ইউআইটিআরসিই, নেছারাবাদে ২০১৫-২০১৬ অর্থ-বছরে ৯ টি এবং ২০১৬-২০১৭ অর্থ-বছরে ২৪ টি,২০১৭-২০১৮ অর্থ-বছরে  ৭টি ও ২০১৮-১৯  অর্থ-বছরে ৭টি ব্যাচে  মোট ৪৭ টি ব্যাচের "আইসিটি ট্রেনিং ফর টিচার্স" শিরোনামে প্রশিক্ষণ সু-সম্পন্ন হয়েছে । যার মাধমে মোট ১১২৮ জন শিক্ষককে আইসিটি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে । এছাড়াও  ২০১৮-১৯  অর্থ-বছরে ২ ব্যাচে মোট ৪৮ জন শিক্ষককে কম্পিউটার হার্ডওয়ার নেটওয়ার্ক ট্রাবলশ্যুটিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। 

**এছাড়াও  ২০১৯-২০ অর্থবছরে ৫ ব্যাচে ১২০ জন শিক্ষককে বেসিক আইসিটি ও ৪ ব্যাচে ৯৬ জনকে কম্পিউটার হার্ডওয়ার নেটওয়ার্ক ট্রাবলশ্যুটিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।** 

 

 

স্টুডেন্ট কেবিনেট নির্বাচনঃ 

২০১৮ ও ২০১৯ সালে ৭৪টি মাধ্যমিক ও দাখিল মাদ্রাসায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের ফোকাল পয়েন্ট হিসাবে দায়িত্ব পালন ও অনলাইন এ ভোটের ফলাফল সফলভাবে প্রেরণ নিশ্চিতকরণ। 

 

বার্ষিক শিক্ষা জরিপঃ 

২০১৭ ও ২০১৮ সালে নেছারাবাদ উপজেলাধীন ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের অনলাইন শিক্ষা জরিপের তথ্য ব্যানবেইস সার্ভারে সফলভাবে প্রেরণ ও তথ্যের সঠিকতা যাচাই।